জাভাস্ক্রিপ্ট কি? জাভাস্ক্রিপ্ট কি কাজে লাগে? কেন আমাদের জাভাস্ক্রিপ্ট শেখা উচিত?
হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভাল আছেন।
যারা ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চাচ্ছেন তাদের জন্য জাভাস্ক্রিপ্ট শেখা যুগান্তকারী পদক্ষেপ বলে মনে করি।
জাভাস্ক্রিপ্ট কি?😏
জাভাস্ক্রিপ্ট হচ্ছে একটি হাই লেভেল ইন্টারপ্রেটেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। জাভাস্ক্রিপ্ট প্রথম প্রকাশ হয় (December 4, 1995)
অনেকে জাভা এবং জাভাস্ক্রিপ্ট কে একই ল্যাঙ্গুয়েজ মনে করেন এবং তালগোল পাকিয়ে ফেলেন এই দুটোর মাঝে। কিন্তু জাভা এবং জাভাস্ক্রিপ্ট দুটো একদম আলাদা ল্যাঙ্গুয়েজ।
দুটো ল্যাঙ্গুয়েজ তৈরী করা হয়েছে ভিন্ন ভিন্ন কাজ করার জন্য।
জাভা তৈরি করা হয়েছিল কম্পিউটার এর সাথে communicate করার জন্য আর জাভাস্ক্রিপ্ট তৈরী করা হয়েছিল ব্রাউজার এর সাথে communicate করার জন্য। তাই সহজেই বুঝতে পারছেন যে দুটোর কাজ আলাদা।
জাভাস্ক্রিপ্ট কি কাজে লাগে? 🤔
যদি প্রশ্ন করেন জাভাস্ক্রিপ্ট কি কাজে লাগে? তাহলে আমি বলবো JavaScript is everywhere!!!
প্রথমে জাভাস্ক্রিপ্ট ব্রাউজার এর জন্য তৈরী করা হলেও তা এখন আর ব্রাউজার এর মধ্যা সীমাবদ্ধ নেই। জাভাস্ক্রিপ্ট দিয়ে এখন অনেক কিছু করা হয়।
জাভাস্ক্রিপ্ট হচ্ছে একটি ডায়নামিক ল্যাঙ্গুয়েজ। মূলত জাভাস্ক্রিপ্ট ব্যাবহার করে ডায়নামিক ওয়েব পেজ তৈরী করা হয়। এইচটিএমএল এবং সিএসএস দিয়ে একটি ওয়েব পেজ ডিজাইন করতে পারি, আর সেই ডিজাইনটিকে আরো জীবন্ত করে তোলার জন্য আমরা ব্যাবহার করি জাভাস্ক্রিপ্ট।
জাভাস্ক্রিপ্ট ব্যাবহার করে এখন আপনি প্রায় সব কিছুই করতে পারবেন। আরো ৫ বছর আগেও কেও ভাবতে পারেনি যে জাভাস্ক্রিপ্ট দিয়ে এত কিছু করা যাবে!
এত কিছু সম্ভব হয়েছে Node.js এর কারনে।
জাভাস্ক্রিপ্ট ব্যাবহার করে আমরা কি কি তৈরী করতে পারবো? 😎
•
জাভাস্ক্রিপ্ট ব্যাবহার করে আপনি Modern Interactive Web Page/Website তৈরী করতে পারবেন।
•
Node.js এর সাহায্যে জাভাস্ক্রিপ্ট ব্যাবহার করে ওয়েব সার্ভার তৈরী করতে পারবেন।
•
React native এর সাহায্যে জাভাস্ক্রিপ্ট ব্যাবহার করে Native Android এবং iPhone Apps তৈরী করতে পারবেন।
•
Electron Js. এর সাহায্যে জাভাস্ক্রিপ্ট ব্যাবহার করে Cross Platform Desktop Software তৈরী করতে পারবেন। (Linux, Windows, Mac)
•
Html5 এর সাথে জাভাস্ক্রিপ্ট ব্যাবহার করে গেমস তৈরী করতে পারবেন।
•
জাভাস্ক্রিপ্ট ব্যাবহার করে Problem Solving ও Algorithms তৈরী করতে পারবেন।
এছারাও নানা ধরনের কাজ করার জন্য জাভাস্ক্রিপ্ট ব্যাবহার করা হয়, আর কি লাগে বলেন 😀😋
কেন আমাদের জাভাস্ক্রিপ্ট শেখা উচিত?🤥
উপরের কারন গুলো যথেষ্ট নয় কি জাভাস্ক্রিপ্ট শেখার জন্য?😌 আচ্ছা ঠিক আছে! তাহলে আরো বলতে হবে!!
প্রথমেই বলতে চাই আপনি যদি একজন ভালো ওয়েব ডেভেলপার হতে চান তাহলে আপনার কাছে আর কোন রাস্তা নেই! অবশ্যই আপনাকে জাভাস্ক্রিপ্ট শিখতে হবে।
জাভাস্ক্রিপ্ট এর কোন বিকল্প নেই।
যদি আপনি একবার জাভাস্ক্রিপ্ট শিখে ফেলতে পারেন তাহলে আপনি একজন Full Stack Developer এ পরিণত হবেন, ফলে আপনি ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড নিয়ে কাজ করতে পারবেন। সাধারণত ব্যাক এন্ড ডেভেলপার হওয়ার জন্য আপনাকে শিখতে হতো Php, Java, Python , Ruby অথবা অন্য কোন ল্যাঙ্গুয়েজ।
আর এখন আপনি জাভাস্ক্রিপ্ট শিখেই ব্যাক এন্ড ডেভেলপার হতে পারবেন, আর এর পেছনে যার অবদান রয়েছে তার নাম হচ্ছে Node.JS.
Stack Overflow এর জরিপ অনুযায়ী বিশ্বের জনপ্রিয় ল্যাঙ্গুয়েজ গুলোর মধ্যে জাভাস্ক্রিপ্ট অন্যতম! কারন এটা ওয়েব এর প্রান এবং একটি শক্তিশালী ল্যাঙ্গুয়েজ।
দিন দিন এর চাহিদা বেড়েই চলেছে। একটু খেয়াল করলেই দেখতে পাবেন জাভাস্ক্রিপ্ট এর ব্যবহার সব জায়গায়। বড় বড় ওয়েবসাইট গুলো তে ৬০% থেকে ৭০% কোড ই থাকে জাভাস্ক্রিপ্ট এর। আপনি যদি ব্রাউজার এর জাভাস্ক্রিপ্ট Disable করে ওয়েব ব্রাউজ করতে জান, দেখবেন বেশিরভাগ সাইট ঠিক মত কাজ করছে না।
এখনই চেষ্টা করে দেখুন, জাভাস্ক্রিপ্ট Disbale করে ফেইসবুকে ঢোকার চেষ্টা করুন, দেখবেন ফেইসবুক বলবে "JavaScript Required" অর্থাৎ জাভাস্ক্রিপ্ট ছাড়া আপনি ফেইসবুক ব্যাবহার করতে পারবেন না।
বিশ্বের নাম করা প্রোগ্রামার এবং Stack Overflow’s co-founder বলেছেন ...
Any application that can be written in JavaScript will eventually be written in JavaScript.
ক্যারিয়ার হিসেবে জাভাস্ক্রিপ্ট ডেভেলপার 😍
যদি আপনি ক্যারিয়ার হিসেবে জাভাস্ক্রিপ্ট কে বেছে নেন তাহলে আপনার কোনদিন কাজের অভাব হবে না।
জাভাস্ক্রিপ্ট ডেভেলপারদের এভারেজ বেতন 95,981 ডলার , যা বাংলা টাকায় অনেক বেশি!
এছারাও আপনি যদি কোন ফার্ম এ জব না করতে চান, আপনার জন্য রয়েছে অনলাইন মার্কেটপ্লেস।
অনলাইন মার্কেটপ্লেস গুলো তে জাভাস্ক্রিপ্ট ডেভেলপারদের চাহিদা সব থেকে বেশি।
মার্কেটপ্লেস গুলো তে একজন ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে পারবেন। এখানে আপনি পাবেন স্বাধীন ভাবে কাজ করার সুবিধা।
মার্কেট থেকে ক্লাইন্ট এর মাধ্যমে কাজ নিবেন এবং কাজ শেষে জমা দিয়ে আপনি আপনার কাজের পারিশ্রমিক পাবেন। খুবই সিম্পল।
কিভাবে আমরা জাভাস্ক্রিপ্ট শিখবো?🙄
যদি সত্যিই আপনি মন থেকে জাভাস্ক্রিপ্ট শিখতে চান তাহলে আপনাকে কেও আটকাতে পারবে না! অনলাইন এ হাজার হাজার রিসোর্স পাবেন জাভাস্ক্রিপ্ট শেখার জন্য।
Happy coding! </> 💻⌨
Top comments (2)
ধন্যবাদ।
জাভাস্ক্রিপ্টের চৌদ্দগুষ্টি উদ্ধার করার জন্য ধন্যবাদ 😶