DEV Community

Bipon Biswas
Bipon Biswas

Posted on

Spread Operator in Javascript

স্প্রেড অপারেটর মূলত এরে(Array) এবং অবজেক্ট (Object) কে স্প্রেড করে ।
যেমন - আমাদের একটা Array আছে নাম্বার (Number)
// spread operator

const number = [1, 2, 3];

এখন আমি যদি এই Array টাকে একটি copy বানাতে চাই তাহলে আমি কি করবো ? মানে আগের Array এর ডাটা থাকবে এবং আরও ৪, ৫, ৬ যোগ হবে । তাহলে আমরা নিচের মত করে লিখতে পারি -

const newNumbers = [...number, 4,5,6];

এই টা যখন আমরা স্প্রেড করবো তখন মূলত number টা copy করে newNumbers এর number এ নিয়ে চলে আসবে এবং সাথে 4,5,6 যোগ হবে ।

এখন যদি আমরা এই টাকে দেখতে চাই তাহলে -
console.log(newNumbers);

Source

Latest comments (0)