DEV Community

SWAPNIL AHMMED SHISHIR
SWAPNIL AHMMED SHISHIR

Posted on

তুমি কি cPanel থেকে ইমেইল তোমার Android ফোনে কনফিগার করতে চাও।

আমি নিচে স্টেপ বাই স্টেপ বাংলায় গাইড দিলাম ।

📌 Android এ cPanel ইমেইল (info@example.com
) সেটআপ করার নিয়ম ।

1. Android ফোনে Gmail App (অথবা Mail App) খুলো

Gmail App ওপেন করো → উপরের ডানদিকে প্রোফাইল আইকন চাপো → Add another account সিলেক্ট করো।

“Other” (Google/Yahoo কিছু দেয়া জাবে না) অপশন সিলেক্ট করো।

2. তোমার ইমেইল অ্যাড্রেস দাও

লিখো: info@example.com

তারপর Next চাপো।

3. অ্যাকাউন্ট টাইপ সিলেক্ট করো

এখানে দুইটা অপশন আসবে:

IMAP (Recommended ✅ – একাধিক ডিভাইসে ইমেইল সিঙ্ক থাকে)

POP3 (ইমেইল শুধু এক ডিভাইসে ডাউনলোড হবে, অন্য কোথাও থাকবে না)
👉 তুমি IMAP বেছে নাও।

4. Incoming Mail Server (IMAP) Settings

Username: info@exapmle.com

Password: (তোমার ইমেইল পাসওয়ার্ড)

Server: mail.example.com (সাধারণত cPanel এ এটা দেওয়া থাকে)

Port: 993

Security Type: SSL/TLS

5. Outgoing Mail Server (SMTP) Settings

SMTP Server: mail.jsebd.com

Port: 465 (কখনো কখনো 587)

Security Type: SSL/TLS

Require Sign-in: ✅ টিক দাও

Username: info@example.com

Password: (তোমার ইমেইল পাসওয়ার্ড)

6. Account Options

Sync Frequency → 15 min / 30 min রাখতে পারো

Notifications → On

Auto Download Attachments → চাইলে On করতে পারো

7. Done চাপো

এখন থেকে তোমার info@example.com মেইল সরাসরি Android ফোনে Gmail/Mail App এ আসবে।

Top comments (0)