DEV Community

Mehedi0911
Mehedi0911

Posted on

Front-End Web Application এ React ইউজ করার Advantages

ফ্রন্ট-এন্ড ডেভেলপমেন্টের current ল্যান্ডস্কেপে, React একটি game changer । রিঅ্যাক্ট হল ইউজার ইন্টারফেস তৈরির জন্য একটি জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি । web application development করতে React ইউজ করার অনেক গুলো advantages রয়েছে । এই আর্টিকেল এ আমরা সেগুলোর কয়েকটি সম্পর্কে জানবো ।

1. Reusable Components

রিঅ্যাক্টের reusable component এর মাধ্যমে আমরা একটা কমন এলিমেন্ট বানিয়ে আমরা সেটা রি ইউজ করতে পারি । আমাদের এপ্লিকেশন এ যদি সিমিলার বা কাছাকাছি দেখতে কোন এলিমেন্ট থাকে যেটা আমাদের এপ্লিকেশনে বিভিন্ন প্লেস এ ইউক হচ্ছে, তাহলে আমরা একটি কমন কম্পনেন্ট বানিয়ে ফেলতে পারি । আমরা এই কম্পনেন্ট এ প্রপ্স পাস করে এটাকে ডাইমামিক করে ফেলতে পারি । যেমন

import React from 'react';

const Button = (props) => {
  return <button>{props.label}</button>;
};

const App = () => {
  return (
    <div>
      <Button label="Click me" />
      <Button label="Submit" />
    </div>
  );
};

export default App;
Enter fullscreen mode Exit fullscreen mode

2. Virtual DOM

React page rendering এর জন্য virtual dom ইউজ করে যা আমাদের পেজ রেন্ডারিং কে আরও smooth এবং efficient করে । এখানে React actual dom কে ম্যনুপুলেট না করে এর একটা কপি তৈরি করে, এবং শুধুমাত্র যে পার্ট গুলো change করা হয়েছে সেটাই Update করে । এছাড়াও আমদের পেজ লোডিং স্পিড কে অনেক কমিয়ে ফেলে ।

import React, { useState } from 'react';

const App = () => {
  const [count, setCount] = useState(0);

  const incrementCount = () => {
    setCount(count + 1);
  };

  return (
    <div>
      <p>Count: {count}</p>
      <button onClick={incrementCount}>Increment</button>
    </div>
  );
};

Enter fullscreen mode Exit fullscreen mode

3. Unidirectional Data Flow

React এর ডাটা ফ্লো ইউনিডিরেকশনাল অর্থাৎ রিএক্ট শুধু প্যারেন্ট থেকে চাইল্ড এই ডাটা পাস করতে পারে । যার জন্য ডেভেলপমেন্ট এর সমস্য এরর track করা আর debug করা অনেক সহজ আর Time saving হয় ।

import React, { useState } from 'react';

const ParentComponent = () => {
  const [message, setMessage] = useState('Hello from Parent');

  return (
    <div>
      <ChildComponent message={message} />
    </div>
  );
};

const ChildComponent = (props) => {
  return (
    <div>
      <p>{props.message}</p>
    </div>
  );
};

Enter fullscreen mode Exit fullscreen mode

4. Strong Community Support

রিএক্ট এর একটা vast and active community আছে । যার ফলে ডেভেলপমেন্ট এর সময় একজন ডেভেলপার এর কাছে plenty of resources, libraries, and updates থাকে । যার ফলে খুব সহজের জেকন সমস্যার সলুশন পাওয়া যায় ।

5. Excellent Developer Tools

রিএক্ট এর powerful developer tools আছে, যেমন React DevTools and component inspection. এগুলো debugging, profiling এ অনেক হেল্প করে ।
সব মিলিয়ে আমরা বলতে পারি ফ্রন্ড এন্ড application ডেভেলপমেন্ট এ রিএক্ট আমাদের first choice এই থাকে ।

Top comments (0)