DEV Community

Cover image for The story of Android (Bangla)
Biplob Hossain Sheikh
Biplob Hossain Sheikh

Posted on

The story of Android (Bangla)

এন্ড্রয়েডের উত্থান (যেভাবে গুগুল এন্ড্রয়েড অপারেটিং পেয়েছে)

১৭ বছর আগে গড়ে তোলা একটি স্টার্টআপ কিভাবে গুগুলকে বিলিয়ন ডলার আয় এনে দেয়?
আজ আমরা জানাবো কিভাবে গুগুল Android acquired করে।
গল্পটা ২০০৩ সালে ক্যালিফোর্নিয়ার পলো অল্টোতে, Andy Rubin যে, সবেমাত্র তার ১ম স্টার্টআপ শুরু করেছে এবং ২য় স্টার্টআপের দিকে ঝুকছে।
তার সহকর্মীরা তাকে "এন্ড্রোয়েড"বলে ডাকে কারণ সে রোবট নিয়ে খেলতে ভালবাসে, তাই সে তার ২য় স্টার্টআপের নাম দেয় Android Inc.
মূলত তার আইডিয়াটা ছিল ডিজিটাল ক্যামেরার জন্য অপারেটিং সিস্টেম বানানো কিন্তু এটা খুব একটা ভাল আইডিয়া ছিল না কারণ ডিজিটাল ক্যামেরা দিন দিন তার জনপ্রিয়তা হারিয়ে নিঃশেষ হয়ে যাচ্ছে এবং মোবাইল ফোন তার জায়গা দখল করে নিচ্ছে, তাই সিলিকন ভ্যালির কেউই এই আইডিয়ার উপর ফান্ডিং করতে রাজি হয় না
তাই এন্ডি তার বন্ধুদেরকে অনুরোধ করে ফান্ডিং করার জন্য, কেউ রাজি না হলেও Steve Perlman তাতক্ষণিক তার ব্যাংক একাউন্ট থেকে ১০ হাজার ডলার তুলে এন্ডিকে দেয় এবং বলে " আমার তোমার এই আইডিয়াতে আস্থা আছে এবং আমি তোমাকে সাহায্য করতে চাই"
এই টাকাগুলা একটা শেষ হওয়া কোম্পানির জন্য আশার আলো হয়ে দাঁড়ায়, ফলে মৃতপ্রায় এন্ড্রয়েড টিকে যায় এবং এন্ডি সিধান্ত নেয় এবার সে মোবাইল ফোনের অপারেটিং সিস্টেম বানাবে কারণ তার আগের আইডিয়াটা তার খুব একটা কাজে লাগেনি৷ তার এবারের এই সিধান্তটা একটা যুগপোযুগী সিধান্ত ছিল কারণ ঐ সময়ে দিন দিন ফোনের বাজার সম্প্রসারিত হচ্ছিল এবং চলমান মোবাইল ফোন ম্যানুফেকচারিং কোম্পানি গুলা জানতো না কিভাবে একটা অপারেটিং সিস্টেম বানাতে হয়।
তাই এন্ডি খুব ভেবে চিন্তে সিধান্ত নেয়, এমন এক অপারেটিং সিস্টেম বানাবে, যা হবে একে বারে ফ্রি এবং সহজ UI সমৃদ্ধ।
তাই এন্ডি এবার নতুন পিচিং পাঠাতে শুরু করে বিভিন্ন VCs এর কাছে এবং এটা অদ্ভুতভাবে গুগুলের ল্যারি পেজের হাতে পরে এবং সে তার আইডিয়াতে খুব মুগ্ধ হয়ে এন্ডির সাথে মিটিং করার জন্য প্রস্তাব পাঠায় এন্ড্রির কাছে। ২০০৫ এর জানুয়ারিতে সে ল্যারি পেজ ও সার্গেই ব্রিনের সাথে মিটিং করে কিন্তু সেখান থেকে তার তেমন কোন আশানুরূপ ফল আসেনি।
ফলে আবার ৪৫ দিন পর গুগুল থেকে আরেকটিং মিটিংএর অফার পায় কিন্তু এবারও ভাল কিছুই হয়নি।
এরপর ঐ বছরই মার্চের মাঝামাঝিতে তার পিচিংএ ২ জন VCs রাজি হয় ইনভেস্ট করতে। এটা গুগুল জানতে পারে এবং তাতক্ষণিক এন্ডির সাথে মিটিং করার সিধান্ত নেয় কিন্তু ইনভেস্ট করার জন্য না, এবার গুগুল সরাসরি তার আইডিয়া কেনার অফার দেয় যার মূল্য ধরা হয় ৫০ মিলিয়ন ডলার যা ১০ হাজার দিয়ে শুরু হয়েছিল।
এবার এন্ডি খুব সিধান্তহীনতায় ভোগে, যে সে এটা বিক্রি করবে কি করবে না
কিন্তু গুগুল তাকে ভালভাবেই বুঝায় যে, সে কখনই ফোন ম্যানুফ্যাকচারার বা টেলিকম কোম্পানিকে এটা কেনার বা ব্যবহারের জন্য কখনোই বুঝাতে সক্ষম হবে না যেটা গুগুল পারবে।
পরিশেষে, এন্ডি বুঝতে পারে বিক্রি করায় তার সবচেয়ে ভাল সিধান্ত হবে, ফলে সে অন্য ফান্ডিং গুলা রিজেক্ট করে দেয় এবং গুগুলের কাছে এন্ড্রয়েড বিক্রি করে দেয়।

অবাক করা বিষয় হল, বর্তমানে এই এন্ড্রয়েডই পৃথবীর সবচেয়ে জনপ্রিয় স্মার্টফোনের অপারেটিং সিস্টেম যা মোট বাজারের ৭০% শেয়ার দখল করে আছে এবং এটা গুগুলকে প্রতি বছর বিলিয়ন ডলার এনে দেয় যা মাত্র ৫০ মিলিয়ন ডলার দিয়ে গুগুল কিনেছিল এবং যার শুরুর মূল্য ছিল ১০ হাজার ডলার দিয়ে।

বিপ্লব হুসাইন শেখ

Top comments (0)