Environment Setup বলতে আমাদের system কে পাইথন কোড লেখা ও রান করা উপযুক্ত করে তোলাকে বোঝানো হয়েছে।
Environment Setup করতে ২টা জিনিসের প্রয়োজনঃ
- Python Interpreter
- Code editor বা IDE (Integrated Development Environment)
Interpreter Setup
পাইথন interpreter, install করা খুব সহজ। পাইথন কে ইন্সটল করতে নিচের step গুলো অনুসরন করুনঃ
১। প্রথমে https://www.python.org/ অথবা এই লিঙ্ক-এ প্রবেশ করতে হবে। প্রবেশ করলে নিচের মত একটা ভিউ দেখতে পাবেন।
২। এরপর Download এ click করতে হবে। [নিচের চিত্রে মত ]
৩। Download Python 3.12.0 বাটনে click করতে হবে। সাথে সাথেই পাইথন download হতে থাকবে।
বিঃদ্রঃ Download এর সময় internet speed এর উপর নির্ভশীল।
৪। পাইথন download শেষ হয়ে গেলে। ফাইল ম্যানেজার থেকে উক্ত ফাইল টিকে ওপেন করতে হবে। Open করার পর নিচের মত একটা window ওপেন হবে। এখানে থেকে Add python.exe to path এ সিলেক্ট করতে হবে। তারপর install now তে click করতে হবে।
এরপর পাইথন install হতে থাকবে
Setup শেষ হলে নিচে মত একটা successfull window দেখাবে।
পাইথন install করা শেষ। চেক করা করার জন্য cmd ওপেন করে python --version লিখে enter বাটনে click করুন। যদি নিচের মত output আসে তাহলে পাইথন install সঠিক ভাবে হয়েছে।
Code Editor Setup
বিগিনারদের জন্য Pycharm code editor (it’s an IDE) সবচেয়ে সেরা। এখানে অনেক কিছুই বিল্টইন দেওয়া থাকে।
Pycharm install করতে নিচের step গুলো অনুসরন করুনঃ
১। প্রথমে এই লিঙ্ক-এ প্রবেশ করলে নিচের মত একটা ভিউ আসবে
তারপর 2022.2.2 - Windows (exe) click করলে pycharm download হওয়া শুরু হবে।
বিঃদ্রঃ Download এর সময় internet speed এর উপর নির্ভশীল।
২। Download হওয়ার পর File manager open করতে হবে। নিচের মত window আসবে। এবার next এ ক্লিক করতে হবে।

২। এরপর নিচের মত window আসলে । ছবির মত সব configuration রেখে next ক্লিক করতে হবে।
৩। এরপর এই window আসলে নিচের মত আসলে cancel বাটনে ক্লিক করতে হবে। তারপর pycharm install হতে কিছু সময় নিবে।
৪। Pycharm install হওয়ার পর নিচের মত একটা window আসবে। নিচের মত configuration করে finish বাটন এ ক্লিক করতে হবে।
৫। এরপর Computer কে Restart করতে হবে।
এখন python কোড রান করার জন্য আমাদের সিস্টেম Ready.
শেষ
আপনি চাইলে pycharm বাদে অন্য যেকোন editor যেমন, vs code , sublime ইত্যাদি ব্যবহার করতে পারেন।
সব কিছু সুন্দর ভাবে বোঝানোর জন্য আমার সিস্টেম-এ install থাকা python uninstall করে নতুন করে install করেছি।
আপনার মতামত অবশ্যই জানাবেন।
ধন্যবাদ এতক্ষন সাথে থাকার জন্য।















Top comments (0)