DEV Community

Cover image for কেন আমরা টুলস হিসেবে লারাভেল ব্যবহার করি?
Md Jannatul Nayem
Md Jannatul Nayem

Posted on

1 1

কেন আমরা টুলস হিসেবে লারাভেল ব্যবহার করি?

ধরেন আপনি মাটি কাটা শিখবেন। কিন্তু আপনি নিশ্চয়ই মাটি কিভাবে কাটতে হয়, এই জন্য মাটি কাটা শিখবেন না।
তাহলে? আপনার হয়তো একটা গাছ লাগানো লাগবে অথবা আপনার হয়তো জৈব সার বানানোর জন্য একটা গর্ত খোঁড়া লাগবে। তেমনি আপনি লারাভেল কিভাবে কাজ করে সেই জন্য লারাভেল শিখবেন না। বরং লারাভেল দিয়ে কোন একটা সমস্যা সমাধান করার জন্যই আপনি লারাভেল শিখবেন।
যেমন আপনি হয়তো কিছু অসাধারণ কুকি তৈরি করেন যা এখন আপনার এলাকায় সারভ করতে চাচ্ছেন যার জন্য একটা সিম্পল ওয়েবসাইট দরকার। লারাভেল আপনাকে খুব দ্রুত এই কাজটা করতে সাহায্য করবে।
তাই টুলস শেখার জন্যই শিখেন না। বরং তা দিয়ে কিছু একটা করার জন্য শিখেন।

Top comments (0)

AWS GenAI LIVE image

Real challenges. Real solutions. Real talk.

From technical discussions to philosophical debates, AWS and AWS Partners examine the impact and evolution of gen AI.

Learn more

👋 Kindness is contagious

Please leave a ❤️ or a friendly comment on this post if you found it helpful!

Okay