DEV Community

Md:Jakaria
Md:Jakaria

Posted on

Advanced Google search Shortcut

Click on any topic to go there


Advanced search google গুগল অ্যাডভান্সড সার্চ করার কিছু নিয়ম সাথে কিভাবে করবো সেটা সহজ করে লেখা হলো 😅

  1. site: এই অপারেট ব্যবহার করে কোনো নিদিষ্ট ডোমইন বা সকল সাবডোমন এর index url এর ফুল লিস্ট দেখা যাবে।

Example:

site: www google.com এইটা লিখার পর আমরা দেখতে পারবো আমাদের দেওয়া ডোমইন এর সকল লিস্ট ইনডেক্সইং url গুলো কে।

site:www google.com
Enter fullscreen mode Exit fullscreen mode

Go to top⬆️

2:related: এই অপারেটর এর পর আমরা জে ওয়েবসাইট বা টার্ম ব্যবহার করবো তার সাথে সম্পর্ক যুক্ত আমরা সকল url দেখতে পারবো।

Example:

related: freecodecamp উপরের কোড টি লেখার পর আমরা দেখতে পারবো ফ্রি codecamp related বা free codecamp অল্টারনেটিভ যত্ত ওয়েবসাইট আছে সকল ওয়েবসাইট url আমাদের সামনে একবারে show করবে।

related:freecodecamp
Enter fullscreen mode Exit fullscreen mode

Go to top⬆️

  1. intitle: এই অপারেটর ব্যবহার করে ওয়েবসাইট এর title এ থাকা কোনো keyword diye আমরা সার্চ করতে পারি। intitle: অপারেটর এর সাথে kuno২ keyword লিখে amader deya intitle : keyword এর সাথে মিল আছে এমন সকল ওয়েবসাইট url আমাদের সামনে show করবে।

Example:

intitle : programming

intitle : programming
Enter fullscreen mode Exit fullscreen mode

Go to top⬆️

  1. inurl: এই কোড টি লেখার পর আমরা জে কী ওয়ার্ড ব্যবহার করবো ওই কী ওয়ার্ড সম্পর্ককীত সকল url আমরা খুব সহজে আমরা পেয়ে যাবো।

Example:

inurl : php উপরে কোড এ আমরা inurl: php লিখসি তার মানে php দিয়ে তৈরি সকল ওয়েবসাইট আমাদের সামনে একেবারেই show করবে। এ ছাড়া php url ase airokom sokol ওয়েবসাইট url আমাদের সামনে show করবে।

inurl:php
Enter fullscreen mode Exit fullscreen mode
  1. আবার আমরা যদি inurl:php? Id= এইটা লেখি তাহলে আমরা sql ইনজেকশন বাঙ্গার পেজ গুলো দেখতে পারবো।

Go to top⬆️

  1. filetype: এই অপারেটর ব্যবহার করে আমরা শুধু মাত্র file এক্সটেনশন নাম লিখে নিদিষ্ট বিষয়ের উপর ঐধরণের ফাইল গুলো দেখতে পারবো

Example:

css filetype:pdf

css filetype:pdf
Enter fullscreen mode Exit fullscreen mode

উপরের কোড এ আমরা লিখিছি ( css file type: pdf ) এই কোড টির মানে হলো শুধু মাত্র আমাদের সামনে css ফাইলের সকল pdf শো করো। এইভাবে আমরা শুধু pdf না যেকোনো ফাইল খুব সহজ একবার সার্চই পেতে পারি।

Go to top⬆️

  1. intext: এই অপারেটর এর কাজ হলো নিদিষ্ট কী ওয়ার্ড আছে এইরকম টেক্সট যুক্ত পেজ গুলোর url পেয়ে যাবো

Example:

intext: javascript উপরের কোড টি লেখার পর আমরা দেখতে পারবো আমাদের টাইপ করা টেক্সট অনুযায়ী বিভিন্ন ওয়েবসাইট এর একটি লিস্ট চলে আসছে। এবং আমাদের সামনে যত গুলো ওয়েবসাইট লিস্ট আছে আমরা দেখতে পারবো সবগুলো ওয়েবসাইট এ javascript লেখা টা আছেই।

intext:javascript
Enter fullscreen mode Exit fullscreen mode

Go to top⬆️

8: define : define এই অপারেটর ব্যাবহার করে আমরা খুব সহজেই কোন কিছুর definiation বা যেকোনো টার্ম এর ডেফিনেশন বা সংজ্ঞা জেনে নিতে পারি।

Example:

define:html উপরের কোড টি লেখার মাধ্যমে আমরা খুব সহজেই html এর সংজ্ঞা জানে যাবো শুধু মাত্র এইভাবে আমরা যেকোনো কিছুর সংজ্ঞা জানতে পারি।

define:html
Enter fullscreen mode Exit fullscreen mode

Go to top⬆️

  1. এছাড়া আমরা চাইলে একাদিক doc বা অপারেটর ডিফেনাইনড করতে পারি যেমন :

Example:

intitle: programming filetype:pdf

intitle: programming filetype:pdf
Enter fullscreen mode Exit fullscreen mode

উপরের কোড টি হলো আমরা এমন একটি ওয়েবসাইট চাচ্ছি জার title এ programming কথাটি আছে কিন্ত সেটি পিডিএফ ফাইল হবে। আমরা এইভাবে আরো একাদিক অপারেটর ব্যবহার করতে পারি।

অ্যাডভান্সড গুগল সার্চ করা শিখবো খুব সহজে বাংলা ভাষায়

Go to top⬆️

Thank You So Much For Everyone Read My Articles ✍

Sentry blog image

How I fixed 20 seconds of lag for every user in just 20 minutes.

Our AI agent was running 10-20 seconds slower than it should, impacting both our own developers and our early adopters. See how I used Sentry Profiling to fix it in record time.

Read more

Top comments (0)

Cloudinary image

Optimize, customize, deliver, manage and analyze your images.

Remove background in all your web images at the same time, use outpainting to expand images with matching content, remove objects via open-set object detection and fill, recolor, crop, resize... Discover these and hundreds more ways to manage your web images and videos on a scale.

Learn more

👋 Kindness is contagious

Please leave a ❤️ or a friendly comment on this post if you found it helpful!

Okay