UX ডিজাইনার কে যত বেশি কাজে লাগাবেন অর্থাৎ যত বেশি তার থেকে সময় ও শ্রম নিবেন ডেভেলপার টিমের কাজ ততো বেশি সহজ হবে, তত বেশি সময় কম লাগবে এবং ব্যাক এন্ড ফোর্থ অনেক কম হবে।
অনেক সময় আমরা সফটওয়্যার ডেভেলপমেন্টের প্ল্যানিং এবং প্রোটোটাইপিং পর্যায়ে UX ডিজাইনার কে কষ্ট কম দেয়ার জন্য (বা তার সময় কম ব্যবহারের জন্য; যেটাই হোক) এভাবে বলে দেই যে Navbar এ যেহেতু অমুক পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছে সুতরাং আপনি শুধু এক জায়গায় পরিবর্তন করে রাখুন বাকিগুলো ডেভেলপমেন্টের সময় দেখা যাবে। ব্যাস! অ্যামবিগুইটির সূচনা করলাম।
কখনো ড্রপ ডাউনের অপশনগুলোতে ডেমো ভ্যালু প্রোপাগেট করে ডিজাইনের কাজ সারিয়ে নেই অথচ কোন এক স্পেসিফিক অপশন সিলেকশন এর সাথে পরের অনেকগুলো স্ক্রিন সিকুয়েন্সিয়ালি জড়িত। জাস্ট এই চিন্তা মাথায় রেখে সামনে এগিয়ে যাই যে কনসেপ্ট তো মাথায় আছেই ডেভেলপমেন্টের টাইমে দেখা যাবে। ব্যাস! ডেভলপারদের জন্য প্রবলেম ক্রিয়েট করে সামনে এগিয়ে গেলাম।
একজন Product owner/Project Manager/Technical Manager এর এই ধরনের সূক্ষ্ম বিষয়গুলোতে হার্ড ডিসিশন নেয়া একটা ভালো প্রোডাক্ট বের করে আনার শামিল।
The Essential Toolkit for Front-end Developers
Take a user-centric approach to front-end monitoring that evolves alongside increasingly complex frameworks and single-page applications.
For further actions, you may consider blocking this person and/or reporting abuse
Top comments (0)