DEV Community

MD Abu Naeem
MD Abu Naeem

Posted on

UX ডিজাইনার

UX ডিজাইনার কে যত বেশি কাজে লাগাবেন অর্থাৎ যত বেশি তার থেকে সময় ও শ্রম নিবেন ডেভেলপার টিমের কাজ ততো বেশি সহজ হবে, তত বেশি সময় কম লাগবে এবং ব্যাক এন্ড ফোর্থ অনেক কম হবে।
অনেক সময় আমরা সফটওয়্যার ডেভেলপমেন্টের প্ল্যানিং এবং প্রোটোটাইপিং পর্যায়ে UX ডিজাইনার কে কষ্ট কম দেয়ার জন্য (বা তার সময় কম ব্যবহারের জন্য; যেটাই হোক) এভাবে বলে দেই যে Navbar এ যেহেতু অমুক পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছে সুতরাং আপনি শুধু এক জায়গায় পরিবর্তন করে রাখুন বাকিগুলো ডেভেলপমেন্টের সময় দেখা যাবে। ব্যাস! অ্যামবিগুইটির সূচনা করলাম।
কখনো ড্রপ ডাউনের অপশনগুলোতে ডেমো ভ্যালু প্রোপাগেট করে ডিজাইনের কাজ সারিয়ে নেই অথচ কোন এক স্পেসিফিক অপশন সিলেকশন এর সাথে পরের অনেকগুলো স্ক্রিন সিকুয়েন্সিয়ালি জড়িত। জাস্ট এই চিন্তা মাথায় রেখে সামনে এগিয়ে যাই যে কনসেপ্ট তো মাথায় আছেই ডেভেলপমেন্টের টাইমে দেখা যাবে। ব্যাস! ডেভলপারদের জন্য প্রবলেম ক্রিয়েট করে সামনে এগিয়ে গেলাম।
একজন Product owner/Project Manager/Technical Manager এর এই ধরনের সূক্ষ্ম বিষয়গুলোতে হার্ড ডিসিশন নেয়া একটা ভালো প্রোডাক্ট বের করে আনার শামিল।

Image of Datadog

The Essential Toolkit for Front-end Developers

Take a user-centric approach to front-end monitoring that evolves alongside increasingly complex frameworks and single-page applications.

Get The Kit

Top comments (0)

The best way to debug slow web pages cover image

The best way to debug slow web pages

Tools like Page Speed Insights and Google Lighthouse are great for providing advice for front end performance issues. But what these tools can’t do, is evaluate performance across your entire stack of distributed services and applications.

Watch video