DEV Community

Cover image for user is not allowed to do action [insert] on [nodeMongoCrud.use]
Mohammad Shabaj Khan
Mohammad Shabaj Khan

Posted on

user is not allowed to do action [insert] on [nodeMongoCrud.use]

এই এররটা অনেকে ফেইস করতেছেন আজকে।
এইটা সমাধান করার জন্য প্রথমে আপনি mongodb তে লগইন করবেন। তারপর সাইডবার থেকে Database Access অপশান সিলেক্ট করবেন।

Image description

এরপর, সেখান থেকে আপনি যে ইউজারটি ব্যাবহার করছিলেন সেটির পাশে Edit বাটনে ক্লিক করবেন। আমি ধরে নিলাম ইউজারের নাম dbUser2.

Image description

এরপরে যে মোডালটি আসবে সেটিতে স্ক্রল করে নিচে চলে গেলে একটি অপশন পাবেন "Built-in Role" লিখা।

Image description

এই accordion আইটেমে/ অপশানে ক্লিক করে "Add Built In Role" বাটনে ক্লিক করে , এরপর "Select Role" ড্রপডাউনে ক্লিক করেন। সেখান থেকে "Atlas Admin" বা "Read and write to any database" সিলেক্ট করেন। তারপর নিচে "Update User" বাটনে ক্লিক করে আপডেট করে নিন। এরপরে সার্ভার সাইডের টার্মিনাল আবার চালু করে দেখন nodemon index.js কমান্ড দিয়ে।

Image description

Image description

আশা করি সমাধান হয়ে যাবে। না হলে আমাদের সাপোর্ট সেশনে যোগাযোগ করবেন।

Top comments (5)

Collapse
 
dalim profile image
Dalim-is

thanks vaiwa ,problem solve

Collapse
 
raju80778599 profile image
Razu Biswas

informative blog.. You are greet.

Collapse
 
masrafi404 profile image
Ali Hasan Masrafi

informative, thank you so much

Collapse
 
shariarhossain17 profile image
Shariar Hossain

informative.Thank You vai

Collapse
 
mdansarulislam641 profile image
md ansarul islam

Masha allah