DEV Community

Quazi Mohammad Aldin Fardin
Quazi Mohammad Aldin Fardin

Posted on • Originally published at blog.aldinn.com on

LinkedIn কি এবং প্রোফাইল কি কিভাবে তৈরি করবেন।

linkedin

আসলে আমরা এখন একটা টেকনোলজি এর যুগের মধ্যে বসবাস করছি । আমাদের আপনি খ্যাল করলেই দেখবেন টেকনোলজি এখন আপনার ৬ষ্ঠ বেসিক নিড হয়ে যাচ্ছে । আমাদের কাজকর্ম , ডেইলি জীবনযাপন সব কিছু আমরা টেকনোলজিতে আপডেট করছি । মোট কথা , টেকনোলজি আমাদের জীবনকে সুবিধা করে দিয়েছে। আর টেকনোলজি এর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে কমিউনিকেশন । পৃথিবীর সাথে যোগাযোগ । তার জন্য সোশ্যাল মিডিয়া থেকে আর ভাল কিছু হয় নাহ । ত আজকে আমাদের আলোচ্য বিষয় LinkedIn প্রোফাইল । বর্তমানে প্রফেশনালদের সবচেয়ে বড় সংযোগস্থল হচ্ছে LinkedIn । আপনি কখনো LinkedIn ব্যবহার করেননি। তাই, LinkedIn ছাড়াই আপনার চলবে, এটা ভাবা বোকার মত হবে। অন্যরা কিন্তু ঠিকই এগিয়ে যাচ্ছে। উইকিপিডিয়া বলছে, ২০১৫ সালে LinkedIn ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৪০০ মিলিয়ন। তাহলে, আপনি পিছিয়ে থাকবেন কেন? চলুন ঘুরে আসি LinkedIn এর জগত থেকে, জেনে নেই কিভাবে LinkedIn আপনাকে চাকরীর বাজারে এগিয়ে রাখবে।

LinkedIn কি?

লিংকডইন বিশ্বের অন্যতম বৃহত পেশাদার নেটওয়ার্ক। আমরা সকলেই জানি যে ফেসবুক, টুইটারের মতো খুব বড় সামাজিক সাইটগুলি ইতিমধ্যে ইন্টারনেটে উপস্থিত রয়েছে তবে আমরা কেন LinkedIn ব্যবহার করব, আমরা আপনাকে বলছি যে এখানে আপনি একটি কাজের জন্য অনুসন্ধান করতে পারেন।

এতে আপনার Resume আপলোড হয়ে গেলে আপনি সংস্থার প্রয়োজন অনুসারে কোনও সংস্থায় চাকরীর জন্য আবেদন করতে পারবেন, লিংকডইন-এর ৫০ লক্ষেরও বেশি সদস্য রয়েছে এবং ২০০ টিরও বেশি দেশে রয়েছে এবং প্রতি ৫০০ কোম্পানির এক্সিকিউটিভ এতে অন্তর্ভুক্ত রয়েছে।

এখন আমরা আপনাকে LinkedIn LinkedIn LinkedIn LinkedIn প্রোফাইল কিভাবে তৈরি কিভাবে করবেন সেই সম্পর্কে আরও বলি, সুতরাং আসুন এটি সম্পর্কে জেনে নেওয়া যাক।

আসুন জেনে নেই কিভাবে এই সাইটে প্রোফাইল তৈরি করতে হয়,

প্রফেশনাল প্রোফাইল ইমেজ ব্যবহার করুন

যেহেতু এটি অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ভিন্ন এবং প্রফেশনাল, তাই এখানকার প্রোফাইলে এমন ইমেজ ব্যবহার করুন, যাতে আপনার ব্যাক্তিত্ব ফুটে উঠে এবং আপনার সম্পর্কে কোন বাজে ধারনা যেন না হয় অন্যদের মনে। বন্ধুদের সাথে সমুদ্রস্নানে গেছেন, এমন ইমেজ ফেইসবুকে দেয়া যায়, কিন্তু LinkedIn ভুল করেও সেই ইমেজ ব্যবহার করবেন না যেন কখনো। unprofessional image ব্যাবহার করা মানেই হল আপনার reputation হারানো।

আপনার প্রোফাইল পিকটি ঠিক এরকমই হওয়া উচিত, মার্জিত ও রুচিসম্পন্ন

No alt text provided for this image
LinkedIn

আকর্ষন করা হেডলাইন ব্যবহার করুন

আপনার লিঙ্কডিন প্রোফাইলের হেডলাইনটি অত্যন্ত জরুরী, কারণ হেডলাইন দেখেই কিন্তু আপনাকে অন্যরা খুঁজে নেবে। তাই এমন হেডলাইন লিখুন, যা আপনার পেশা রিলেটেড অন্যদের কে আকৃষ্ট করবে। হেডলাইনটি হবে সংক্ষিপ্ত, বর্ণনামূলক, প্রভাব বিস্তারকারী এবং অবশ্যই স্মার্ট।

No alt text provided for this image
LinkedIn

বর্তমান এবং অতীতের পেশাগত অবস্থান উল্লেখ করুন

আপনার হেডলাইন দেখে অন্যরা আপনার প্রোফাইলে এসে প্রথমেই দেখতে চাইবে আপনি বর্তমানে আপনি আপনার পেশার কোন পদে বা পজিশনে আছেন এবিং অতীতে কোথায় ছিলেন। হেড লাইনে বর্ননামূলক কি অওার্ড দিয়ে প্রতিটা পজিশনের আপানি কী দায়িত্ব পালন করেছেন,ত আ উল্লেখ করুন সুন্দর ও স্পষ্ট ভাবে । তবে কখনোই প্রয়োজনের অতিরিক্ত কোন তথ্য উল্লেখ করবেন “Summary” সেকশনটি ভালোভাবে পুরণ করুন

এই সেকশনে আপনি আপনার সম্পর্কে লিখুন, কীভাবে আপনি অন্যদেরকে সাহায্য করতে পারবেন, তা উল্লেখ করুন। কারণ ভিসিটররা হেডিং এবং আপনার পজিশন দেখে এই অংশে এসে দেখবে আপনি কি জানেন বা বা তাদের কে কিভাবে সাহায্য করতে পারবেন। সুতরাং তাদের কথা মাথায় রেখে আপনি আপনার পারদর্শিতা এখানে উল্লেখ করুন। তবে হ্যাঁ, অবশ্যই কোন মিথ্যা তথ্য এখানে দেবেন না।না।

No alt text provided for this image
LinkedIn

পুরণ করুন “Specialties” সেকশনটি

আপনার টার্গেটেড মার্কেটে গ্রাহক শ্রেনী কি ধরনের ধরনের কীওওার্ড সার্চ দিয়ে থাকে, সেগুলো র উপর বেশী ফোকাস করুন। এগুলো সার্চ দিয়েই গ্রাহক রা আপনার অভিজ্ঞতা যাচাই-বাছাই করবে, দেখবে আপনি কী ধরণের সার্ভিস প্রদান করবেন তাদের কে

Recommendations ও দিন এবং নিন

প্রোফাইলে recommendations থাকলে , তা আপনাকে অনেক বেশী গ্রহনযোগ্য করে তোলে অন্যদের কাছে। তাই আপনার কর্মস্থল থেকে বা অন্যান্যদের আকছ থেকে recommendations নিয়ে তা প্রোফাইলে প্রকাশ করুন। এতী পাওয়ার সব থেকে সহজতম উপায় হল আপনি অন্যদের কে আগে দিন, তারপর তাদের কে অনুরোধ করুন আপনাকে recommendation দেয়ার জন্য।।

No alt text provided for this image
LinkedIn

Endorsements নিয়ে নিন

স্বীকৃতি দেবে আপনার পরিচিতজনরা। কোন বিষয়ে আপনি বেশী দক্ষ, তা এই Endorsements দেখেই ভিজিটররা বুঝতে পারবে, তাই এর গুরুত্ব কোন অংশেই কম নয়। সুতরাং এই ব্যাপারটির দিকে নজর দিন এবং তা কীভাবে বাড়ানো যায়, সেদিকে লক্ষ্য রাখুন। অন্যদের কে দিন এবং তাদের কে অনুরোধ করুন আপনাকে Endorsements দেয়ার জন্য ** পুরণ করু **ন।

No alt text provided for this image
LinkedIn

“Interests” সেকশন

এই সেকশনের গ্রুপ্স এবং এসোসিয়েশন গুলো খুঁজে বের করুন এবং সেগুলোতে জয়েন করুন। তবে খেয়াল রাখবেন সেই গ্রুপ বা এসোসিয়েশন গুলো যেন আপনার পেশার সাথে রিলেটেড থাকে।

No alt text provided for this image
LinkedIn

কীভাবে বাড়াবেন LinkedIn Network

প্রথমেই আপনার ব্যক্তিগত ইমেইল আইডি গুলো থেকে সার্চ দিয়ে যাদের কে পাওয়া যাচ্ছে, তাদের এড করুন।

No alt text provided for this image
LinkedIn

নেটওয়ার্ক থেকে কন্টাঙ্কস এ গিয়ে এই পদ্ধতিতে তাদের খুঁজে বের করুন।

No alt text provided for this image
LinkedIn

আপনার ক্লাস মেট ও কলিগরা, যারা লিঙ্কড ইন এ আছে, তাদের কে খুঁজে এড করুন।

ইনভাইটেশন পাঠান নিয়মিত, তবে যখনই আপনি কাওকে ইনভাইটেশন পাঠাবেন, অবশ্যই তার সাথে আপনার ব্যপারে ছোট করে হলেও একটি নোট পাঠাতে ভুলবেন না যেন।লিঙ্কড ইন এ কীভাবে একটিভ থাকবেন

এখানে প্রতিদিন বিভিন্ন পেশা’র এক্সপার্ট রা তাদের অভিজ্ঞতার আলোকে বিভিন্ন আর্টিকেল পোষ্ট করে থাকেন, সেগুলো পড়বেন, অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্ট করবেনধারাবাহিকভাবেআপনার স্ট্যাটাস আপডেট করুন :

খেয়াল করলে দেখবেন যে আপনি যখনই LinkedIn লগইন করবেন, দেখবেন তাদের কেই হোম ফিড এ দেখা যাচ্ছে, যারা নিয়মিত স্ট্যাটাস আপডেট করছেন। যারাই এক্টিভ থাকছেন, তাদের কেই হোম ফিডে দেখানো হয়। আর এটিই হচ্ছে সূক্ষ্ম কিন্তু শক্তিশালী উপায় সবার সাথে কানেক্টেড থাকার।

রেগুলার LinkedIn Group Discussions এ অংশ গ্রহন করুন, বিভিন্ন প্রশ্নের উত্তর দিন।

ক্রমাগত সংযোগ তৈরি করুন

আপনার লিঙ্কডিন প্রোফাইল্টি publicly visible রাখুন, তাহলে অন্যদের সুবিধা হবে আপনাকে খুঁজে পেতে।

চোখ রাখুন ‘ review whom you may know’ এবং People You May Know এর দিকে, এবং ইনভাইটেশন পাঠান সেই কানেকশনে গুলোতে।

আপানার কানেকশন এর সদস্যরা কোন কোন গ্রুপ এর মেম্বার, সেই গ্রুপ গুলোতে আপ্নিও যোগ দিন এবং এক্টিভ থাকুন group discussions এ অংশ নিয়ে, এতে করে আপনার দিকে অন্যদের দৃষ্টি পড়বে। শুধু তাই-ই নয় নিত্য নতুন লোকজনদের সাথে আপনি কানেক্টেড হতে পারবেন।

আরো একটি কাজ আপনাকে লাভবান করবে, তা হল আপনার নেটওার্কের মধ্যে এমন যারা আছেন, যারা কেও কাউকে চেনে না, কিন্তু তাদের মধ্যে যোগাযোগ হলে তারা লাভবান হবে। এমন লোকজন দের কে আপনি পরিচিত করিয়ে দেবেন, এতে করে আপনার প্রতি তাদের আস্থা এবং শ্রদ্ধাবোধ বেড়ে যাবে। আর এতে করে আপানার সুনাম ও খ্যাতি ছড়িয়ে পড়বে ধীরে ধীরে।

সুতরাং আজ থেকে LinkedIn এর প্রোফাইলটি নিয়মিত আপডেট করুন এবং আপনার ক্যারিয়ারের পথটি নতুন করে উন্মুক্ত করে দিন ভবিষ্যত সম্ভাবনার দিকে। ই আপনার র ন

The post LinkedIn কি এবং প্রোফাইল কি কিভাবে তৈরি করবেন। appeared first on Aldinn Rocks.

Billboard image

The Next Generation Developer Platform

Coherence is the first Platform-as-a-Service you can control. Unlike "black-box" platforms that are opinionated about the infra you can deploy, Coherence is powered by CNC, the open-source IaC framework, which offers limitless customization.

Learn more

Top comments (0)

Billboard image

The Next Generation Developer Platform

Coherence is the first Platform-as-a-Service you can control. Unlike "black-box" platforms that are opinionated about the infra you can deploy, Coherence is powered by CNC, the open-source IaC framework, which offers limitless customization.

Learn more

👋 Kindness is contagious

Immerse yourself in a wealth of knowledge with this piece, supported by the inclusive DEV Community—every developer, no matter where they are in their journey, is invited to contribute to our collective wisdom.

A simple “thank you” goes a long way—express your gratitude below in the comments!

Gathering insights enriches our journey on DEV and fortifies our community ties. Did you find this article valuable? Taking a moment to thank the author can have a significant impact.

Okay