DEV Community

Cover image for Wordcamp Dhaka 2025 এর থেকে যা শিখলাম তার OSTA (Overly Simplified Take Away)
sakib ahamed shahon
sakib ahamed shahon

Posted on

Wordcamp Dhaka 2025 এর থেকে যা শিখলাম তার OSTA (Overly Simplified Take Away)

1.সুমিত সাহা ভাইয়ের সেশন — Unlocking the Invisible Layer: How MCP Servers Help You See WordPress Differently:

MCP ব্যবহার করলে আপনার সফটওয়্যার AI ব্যবহার করতে পারে। একরকম REST API-র মতো, কিন্তু AI-এর জন্য।

উদাহরণ হিসেবে ধরুন — যদি LinkedIn-এর MCP সার্ভারের সাথে ChatGPT যুক্ত করেন এবং ChatGPT-কে বলেন “WordCamp নিয়ে কোনো পোস্ট চোখে পড়লে কমেন্টে গিয়ে ‘আমিও গিয়েছিলাম’ লিখে আসো”, তাহলে MCP-এর মাধ্যমে LinkedIn সেই কাজটা করতে পারত।

WordPress নিজেদের একটা MCP সার্ভার বানিয়েছে (যেটা এখন ডিপ্রিকেটেড, কিন্তু শেখার জন্য দারুণ)। এমনকি তারা MCP adapter নিয়েও কাজ করছে যাতে ভবিষ্যতে আরও উন্নত MCP সাপোর্ট আনা যায়।

2.শাহরিয়ার হাসান ভাইয়ের সেশন — LLM SEO – The Next Frontier of SEO:

Google-এর ট্রাফিক কমছে, আর এখন আপনার প্রোডাক্টকে AI-এর উত্তরে নিয়ে আসাটাই দিন দিন বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। তাই, আপনার কনটেন্টকে AI-এর জন্য fine-tune করা এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি দরকারি। Common AI যেমন ChatGPT, Perplexity — এরা ডিফল্টভাবে Bing ব্যবহার করে (Google না, তবে চাইলে Google দিয়েও কাজ করে)।

LLM SEO-র জন্য এখন ব্যাকলিংকের চেয়ে ব্র্যান্ড হাইলাইটিং অনেক বেশি কাজের।

3.মোহাম্মদ এমরান হাসান ভাইয়ের সেশন — Building SaaS-backed Plugins:

WordPress প্লাগইন মানেই PHP-এর backend-এ বানাতে হবে এমন কোনো নিয়ম নেই।

চাইলেই SaaS আর WordPress মিলিয়ে best of both worlds প্লাগইন বানানো যায়।

যেখানে SaaS REST API serve করবে — ফলে SaaS-এর scalability, performance, control, আর ease of development পাওয়া যাবে — আর WordPress-এর মাধ্যমে বিশাল market share ধরা যাবে।

ভাবুন তো, ব্যবহারকারীর জন্য WordPress প্লাগইনের মতো সহজ setup, আর backend-এ Golang বা Rust-এর performance — একদম smooth scalability!

তবে downside ও আছে — SaaS backend-এর সাথে WordPress data sync রাখা টেকনিক্যালি একটু চ্যালেঞ্জিং (যদিও খুব কঠিন না)।

আর SaaS infrastructure maintain করার ঝামেলাটাও নিতে হয়।

তবুও এটা WordPress প্লাগইন ডেভেলপমেন্টে একদম নতুন একটা refreshing দৃষ্টিভঙ্গি।

4.মিজানুর রহমান মিজান ভাইয়ের সেশন — Faceless or Fearless: How WP Professionals Can Win with Both Video Paths:

ভিডিও বানানো এখন খুবই গুরুত্বপূর্ণ।

মুখ দেখাতে যদি hesitation থাকে বা ভালো setup না থাকে, তাহলে faceless ভিডিওও একটা চমৎকার বিকল্প হতে পারে।

সবশেষে — ভিডিও কনটেন্ট বানানোর গুরুত্ব অপরিসীম।

5.আরাফাত ইসলাম ভাইয়ের সেশন — Scaling WordPress for High Traffic Websites:

WordPress দিয়েও বিশাল ট্রাফিক হ্যান্ডেল করা যায়।

তবে এর জন্য out-of-the-box না গিয়ে backend-এ custom architecture নিতে হয়।

Database read replication, efficient querying, PHP-FPM usage, JIT advantage, proper indexing, PHP FFI — এইসব টেকনিক ব্যবহার করলে WordPress দিয়েও লাখ লাখ request হ্যান্ডেল করা সম্ভব।

6.আশিফ মাহমুদ ভাইয়ের সেশন — Scratch to Pinnacle: The Mind Mapping of Unfolding Ideas:

সব সময় problem থেকে solution না ভেবে, অনেক সময় solution থেকে problem চিন্তাও দরকার (basically bottom-up approach)।

Product planning-এর সময় tech-এর nitty-gritty এর আগে user কী পাবে, তার journey কেমন হবে — সেটাতেই বেশি ফোকাস দিতে হয়।

User-কে নিজের মতো engineer ভেবে না নিয়ে, একদম সাধারণ ব্যবহারকারী হিসেবে ভাবা উচিত।

Planning করার সময় একদম fresh ভাবে, কোনো bias বা pre-conceived belief ছাড়া চিন্তা করা দরকার।

7.নিজাম উদ্দিন ভাইয়ের সেশন — How AI is transforming WordPress:

  • আসলে ভবিষ্যতে AI কী করবে সেটা কেউ জানে না। তবে এক জিনিস নিশ্চিত — যা হবে, সেটা একদম নতুনভাবে হবে।

  • ভয়ের কিছু নেই — সব চাকরি হারাবে না, বরং ট্রান্সফর্ম হবে।

  • User experience পুরোপুরি বদলে যাবে।

  • WordPress ইতিমধ্যেই AI adopt করতে একাধিক পদক্ষেপ নিয়েছে।

  • ভবিষ্যতে WordPress প্লাগইন বা প্রোডাক্ট যদি AI integrate না করতে পারে বা AI-powered UX দিতে না পারে, তাহলে টিকে থাকা কঠিন হবে (কারণ অন্যরা তো ঠিকই দেবে)।

8.হাসিন হায়দার ভাইয়ের সেশন — WordPress Security in Action: Hardening Your Site and Server:

  • কাউকে direct password access দেওয়া যাবে না সার্ভারে।

  • SSH ব্যবহার করতে হবে এবং নিজের IP ছাড়া অন্য IP দিয়ে অ্যাক্সেস করা বন্ধ রাখতে হবে।

  • তারপর অপ্রয়োজনীয় সবকিছু সার্ভার থেকে সরিয়ে দিতে হবে, যাতে চাইলে কেউই এলোমেলো কিছু করতে না পারে।

  • WordPress সাইট সুরক্ষার জন্য একাধিক ট্রাস্টেড, ওপেন সোর্স, লাইটওয়েট প্লাগইন ইতিমধ্যেই আছে — সেগুলোই ব্যবহার করা উচিত।

  • PatchStack (একটা সাইট যেখানে বিভিন্ন প্লাগইনের vulnerability রিপোর্ট হয়) এ নজর রাখা দরকার, আর auto upgrade বন্ধ রাখা ভালো।

খুবই সংক্ষিপ্তভাবে লিখলাম। মূল সেশনগুলোতে আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় ছিল — টেকনিক্যাল ডিটেইলে গেলে লেখা অনেক বড় হয়ে যাবে, তাই এড়িয়ে গেলাম। আমার নোটগুলো গুছিয়ে নিতে পারলে, ধীরে ধীরে প্রতিটা বিষয়ের উপর আমার নিজস্ব R&D ফাইন্ডিংসহ বিস্তারিতভাবে লিখব ইন শা আল্লাহ।

Top comments (0)