DEV Community

Cover image for A day in life of a Software engineer (Remote) - Bangla
Sefat Anam
Sefat Anam

Posted on

A day in life of a Software engineer (Remote) - Bangla

তো সকাল ১০টা থেকে শুরু হয়ে যায় আমার রিমোট জব, আমার মিটিং থাকে ১০ টায় উঠি ৯.৫২ তে যা কিনা একটা বড় সুবিধা রিমোট জবের,মিটিং থাকে ১০-৩০মিনিট তারপরে একটা বিরতি দেই ২০-৩০ মিনিট নাস্তার জন্য ,এরপর শুরু আগামী দিনের PR গুলার স্ট্যাটাস দেখা, সব Merge হয়ে গেলে টেস্ট র্সাভরে টুকটাক টেস্টিং করা তারপর শুরু হয় আসল কাজ অথবা দ্যা বাঘ ভাল্লুক ঠিক করা সোজা যাই জিরা তে টিকিট সোজা দেখে একটা নেই ফরমালিটি সারি তারপর শুরু করি কোড করা, তবে বেশির ভাগ সময় মাইনসের কোড পড়া লাগে মাঝে মাঝে এমনও হয় যে খুব সিরিয়াস Bug কিন্ত অল্পতেই ঠিক করা যায় যদি কোডের Flow টা বোঝা যায় আবার একটা ছোট ফিচার এড করতে গিয়া অবস্থা টাইড হইয়া যায়, তো এর মাঝে দিনে অনেক গুলা মিটিং থাকে টিমের সাথে আবার গ্রুপ কোডিং ও করা লাগে। এর মাঝে দুপুরের খাবারের বিরতি তো থাকেই তো মজার ব্যাপার হইলো বিকালে সব সময় কাজ করি না মাঝে মাঝে ঘুরতে বেড়াই। ঘুরা শেষে রাতে আবার কাজ করি ২ ঘন্টার মতো তো হয়ে যায় আমার ডেইলি

এই আরকি করি সারাদিন..

Top comments (0)

A Workflow Copilot. Tailored to You.

Pieces.app image

Our desktop app, with its intelligent copilot, streamlines coding by generating snippets, extracting code from screenshots, and accelerating problem-solving.

Read the docs