কোডিং এবং প্রোগ্রামিং চাহিদা প্রতিদিন আকাশচুম্বী হচ্ছে। এই পোস্টে গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে লিখবো যা কিনা নতুন হিসেবে আপানার দক্ষতাকে আরো ধারালো করতে পারবেন।
- বেসিক দিয়ে শুরু করুন
যেকোন প্রোগ্রামিং ল্যাংগুয়েজে প্রথমে বেসিকগুলো শেখা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি মৌলিক বিষয়গুলো সঠিকভাবে বুঝতে পারলে প্রোগ্রামিং ভাষা শেখা অনেক সহজ হয়ে যাবে।
- একজন প্রোগ্রামিং বন্ধু খুঁজুন
সাধারণত কোডিং উচ্চাকাঙ্খা আছে এমন একজন বন্ধু থাকা হল প্রোগ্রামিং এবং কোডিং অনুশীলন করার সেরা উপায়গুলির মধ্যে একটি। তাই এরকম একজনকে খুঁজে বের করুন যার সাথে আপনি বিভিন্ন বিষয় নিয়ে আলোচিনার মাধ্যমে শিখতে পারেন। ( এক্ষেত্রে কোড আলাপ গ্রুপ কিন্তু একেবারে খারাপ না )
- খাতায় লেখুন
শুধুমাত্র ডিভাইসে কোড শেখা ভালো চর্চা নয়। এমনও কিছু মৌলিক বিষয় আছে যেখানে আপনি যদি খাতায় লিখে বার বার চর্চা করেন তবে তা আর কখনোই ভুলবেন না।
- অনুশীলন করে শিখুন
একটা টপিক শেখা বা জানার পর বার বার তা অনুশীলন করুন। কোন বিষয় কিভাবে চর্চা করতে হবে সে নিয়ে অনলাইন প্লাটফর্মে নানা রকম ভিডিও, ব্লগ বা ফোরাম আছে। এছাড়াও গাইডলাইন সহ বিভিন্ন ওয়েবসাইট তো আছেই। আরো রয়েছে নানা রকম শিক্ষামূলক সফটওয়্যার।
- যথা সম্ভব ভিন্ন ভিন্ন প্লাটফর্ম খুজুন
একটি প্ল্যাটফর্ম আপনাকে কিছু শেখাবে, এবং অন্য প্ল্যাটফর্মগুলি আপনাকে আরও কয়েকটি কোডিং দক্ষতা শেখাবে, তাই আপনি যখন শুরু করবেন, নিশ্চিত করুন যে আপনি যতটা সম্ভব কোর্সের জন্য আপনার সময় ব্যয় করছেন।
- সার্চ ইঞ্জিনকে ভালোবাসুন
শেখার ক্ষেত্রে আপনার প্রচুর সার্চ করার মানসিকতা থাকা লাগবে। তবে আপনার শেখার ক্ষিপ্রতা ও আগ্রহ বাড়বে। নতুন নতুন বিষয়ও শিখতে পারবেন।
কোড আলাপের নতুন একটি প্লেলিস্ট শুরু হয়েছে। beecrowd এর বিগিনার প্রবলেমগুলো নিয়ে সমাধান, কোডিং এবং আলোচনা। এতে আপনার ফিডব্যাক জানাতে পারেন।
Top comments (0)