DEV Community

Quazi Mohammad Aldin Fardin
Quazi Mohammad Aldin Fardin

Posted on • Originally published at blog.aldinn.com on

গিট কিভাবে ইন্সটল করব ? (Git Installing )

How to install git

প্রথমে আমরা জেনে নেই আমাদের মেশিনে গিট ইন্সটল আছে নাকি নেই ?

তার জন্য আমরা প্রথমে আমাদের টার্মিনাল ওপেন করব

যদি আমরা ম্যাক অপারেটিং সিস্টেম ইউজ করে থাকি তাহলে আমরা cmd + space and terminal দিয়ে টার্মিনাল নিয়ে আসব

আর যদি আমরা উইন্ডোজ ইউজ করি তাহলে সার্চ আইকন এ ক্লিক করে সিমপ্লি cmd টাইপ করব ।

যেহেতু আমি উইন্ডোজ ইউজার সেহেতু আমি উইন্ডোজ টার্মিনাল থেকে ইউজ করছি ।

টার্মিনালে আমরা নিচের কমান্ড টি টাইপ করব

git --version
Enter fullscreen mode Exit fullscreen mode

তারপর আমরা নিচের চিত্রের মত অউটপুট দেখতে পারব । বর্তমানে আমার মেশিনে git version 2.36.1.windows.1 রয়েছে ।

হয়ত আপনি যখন ব্লগটি পড়ছেন তখন গিট ভার্শনটি আর আপডেট থাকতে পারে ।আপনি Gitএর অফিশিয়াল সাইট থেকে গিয়ে আপডেট করে নিতে পারেন

সেখানে আপনি ম্যাক , উইন্ডোজ , লিনাক্স এর ভার্শন পাবেন । তবে আপনি যখন উইন্ডোজ এর জন্য ডাউনলোড করবেন তখন আপনি Git Bash নামে এক্সট্রা একটা সফটওয়্যার পাবেন যেখানে আপনি লিনাক্স কমান্ড ফিচারগুলো পাবেন । পুরো ব্লগ সিরিজটিতে আমি আপনাদের এই Bash শেলটি ইউজ করার জন্য সাজেস্ট করব ।

পরবর্তী ব্লগ এ দেখব আমরা কিভাবে গিট কনফিগার করব । সুতরাং এই পর্ব এইখানেই শেষ ।

সবাইকে ধন্যবাদ যারা যারা পড়েছেন

The post গিট কিভাবে ইন্সটল করব ? (Git Installing ) appeared first on Aldinn Rocks.

Billboard image

The Next Generation Developer Platform

Coherence is the first Platform-as-a-Service you can control. Unlike "black-box" platforms that are opinionated about the infra you can deploy, Coherence is powered by CNC, the open-source IaC framework, which offers limitless customization.

Learn more

Top comments (0)

Billboard image

The Next Generation Developer Platform

Coherence is the first Platform-as-a-Service you can control. Unlike "black-box" platforms that are opinionated about the infra you can deploy, Coherence is powered by CNC, the open-source IaC framework, which offers limitless customization.

Learn more

👋 Kindness is contagious

Discover a treasure trove of wisdom within this insightful piece, highly respected in the nurturing DEV Community enviroment. Developers, whether novice or expert, are encouraged to participate and add to our shared knowledge basin.

A simple "thank you" can illuminate someone's day. Express your appreciation in the comments section!

On DEV, sharing ideas smoothens our journey and strengthens our community ties. Learn something useful? Offering a quick thanks to the author is deeply appreciated.

Okay