DEV Community

Cover image for PHP তে Hello, World!
Jahid.Dev
Jahid.Dev

Posted on

PHP তে Hello, World!

আজ আমরা দেখবো কিভাবে PHP তে কোড লিখে ওয়েব ব্রাউজারে Hello, World! দেখা যায়।

শুরুতেই আমরা xampp ফোল্ডারে থাকা htdocs এর ভেতর একটি helloworld নামে ফোল্ডার ক্রিয়েট করে তার ভেতর index.php নামে একটি ফাইল নিই। এবার এই ফাইলটা আমাদের কোড এডিটরে ওপেন করে নিচের কোডটুকু লিখে ফেলি।
কোড -

<!DOCTYPE html>
<html lang="en">
<head>
<meta charset="UTF-8">
<meta name="viewport" content="width=device-width, initial-scale=1.0">
<title>PHP</title>
</head>
<body>
<h1><?php echo 'Hello, World!'; ?></h1>
</body>
</html>
Enter fullscreen mode Exit fullscreen mode

আমরা এবার আমাদের xampp সফটওয়্যারটি ওপেন করে Apache এবং MySQL Start করে নিই। এরপর আমাদের ওয়েব ব্রাউজারে গিয়ে এই লিংকটি প্রেস করে দিলাম localhost/helloworld এবং দেখতে পেলাম Hello, World! লেখাটি প্রিন্ট হয়েছে।

এখন আমরা বুঝবো কিভাবে কি হল! উপরে HTML কোডে PHP লেখা হয়েছে যা h1 ট্যাগের মাঝে। <?php হচ্ছে PHP এর ওপেনিং ট্যাগ এবং ?> হচ্ছে ক্লোজিং ট্যাগ। আর echo হচ্ছে প্রিন্ট করার জন্য একটি স্টেটমেন্ট। এরপর 'Hello, World!' হচ্ছে একটা স্ট্রিং। স্ট্রিং নিয়ে সামনে আলোচনা হবে তাই আপাতত আমরা এই বিষয়টা স্কিপ করে যাচ্ছি। আর ‘’ এর ভেতরে থাকা কথাগুলাই আমরা ওয়েব পেইজে দেখতে পাচ্ছি এবং ; দিয়ে বুঝানো হয়েছে যে, স্ট্রিং টা এখানেই শেষ হয়েছে। মূলত PHP এই Hello, World! কথাটাই কোডের মাধ্যমে ওয়েব পেইজে প্রিন্ট করেছে। আমরা আরো একভাবে প্রিন্ট করতে পারি, যদি আমরা index.php ফাইলের ভেতরই কোড লিখি তাহলে ক্লোজিং ট্যাগ না লিখলেও হবে। আমরা শুধুই PHP তে লিখবো এবং ব্রাউজারে দেখবো। অতএব কোডটা হল -
<?php
echo 'Hello World!';
তবে, যেহেতু আমরা এবার আর HTML এর h1 ট্যাগে কোড লিখি নাই তাই ব্রাউজারে আমরা h1 এর ডিফল্ট টেক্সট স্টাইল পাবো না এমনকি পেইজের টাইটেলও নাই যা আমরা পরবর্তী কোডে লিখিই নাই। আর অবশ্যই, প্রথমবারের কোডটুকু কমেন্ট করে নিবেন এবং দ্বিতীয়বারের কোড লিখার পর ব্রাউজারে গিয়ে একটা রিলোড দিয়ে নেবেন।

তো এভাবেই আমরা PHP তে কোড লিখে ওয়েব ব্রাউজারে Hello, World! দেখতে পারি। আশা করছি আজকের টপিকটা ভালো লেগেছে, ধন্যবাদ।

PHP 💻 03

Top comments (0)